মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী দেশ ইরান পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন করলে সৌদি আরবও পিছিয়ে থাকবে না বলে হুমকি দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একইসঙ্গে হুমকি মোকাবেলায় দ্রুত নিজস্ব পারমাণবিক অস্ত্র কর্মসূচি গড়ে তোলার সক্ষমতা রিয়াদের আছে বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সূত্রে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান ইরানের প্রতি এ হুঁশিয়ারি দিয়েছেন। তবে তিনি একইসঙ্গে এটাও বলেন যে, তার দেশ পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহী নয়।
তিনি আরো বলেন, তবে ইরান যদি একটিও পারমাণবিক বোমা তৈরি করে ফেলে, তাহলে কোনো সন্দেহ নেই, আমরাও যত দ্রুত সম্ভব তাদের অনুসরণ করবো।,” বলেন তিনি।
এমআর/