মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক বৈঠকের পরেও পারমাণবিক গবেষণা কার্যক্রম অব্যাহত রেখেছে উ. কোরিয়া।
বুধবার (২৮ জুন) একটি পর্যবেক্ষণ সংগঠন একথা জানিয়েছে। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রতিশ্রুতি করেছিল যে, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক শক্তিবিহীন অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবে উত্তর কোরিয়া।
কিন্তু বৈঠকে ‘নিরস্ত্রীকরণ’ বলতে কি বোঝায় সে বিষয় নিশ্চিতভাবে সংজ্ঞায়িত করা হয়নি। এমনকি উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার ভাণ্ডার ভাঙা নিয়েও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বৈঠক শেষে ট্রাম্প দাবি করেছিলেন যে, পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হবে। গত সপ্তাহে তিনি বলেন যে, এটা একটি সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ হবে। আর এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। উত্তর কোরিয়া বিষয়ক পর্যবেক্ষণ ওয়েবসাইট ৩৮ নর্থ অনুসারে।
কিন্তু সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইটে তোলা ছবি থেকে দেখা যায় যে, উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক স্থাপনায় কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া, নতুন অবকাঠামো নির্মাণের কাজও চলছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, ২১ জুন তোলা বাণিজ্যিক স্যাটেলাইট ছবি এমন ইঙ্গিত দেয় যে, দ্রুত গতিতে ইয়ংবিয়ুন পারমাণবিক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।
ওয়েবসাইটটি আরো জানিয়েছে, উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রকল্পে পারমাণবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থাপনাটিতে বেশ কিছু নতুন সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে, একটি প্রকৌশল কার্যালয় ও পারমাণবিক চুল্লি রাখার একটি ভবন পর্যন্ত গাড়ি চলাচলের জন্য রাস্তা।
আজকের বাজার/এসএম