পারস্য উপসাগরে বিদেশি নৌযান আটক করেছে ইরান

মেহরাজ মোর্শেদ : ইরানের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি বিদেশী মাছ ধরার নৌকা আটক করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী।

ইরানের দক্ষিণাঞ্চলীয় কিশ দ্বীপের উপকূলরক্ষী বাহিনীর কমান্ডার কর্নেল রহীম জাহানবাখ্‌শের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা পার্সটুডে।

খবরে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি আরব দেশ এ নৌযানের মালিক। নৌযান থেকে সাত ক্রুকে আটক করা হয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়।

নৌযানের ক্রুরা পারস্য উপসাগরে দুর্লভ ও বিলুপ্তপ্রায় প্রজাতির হাঙর শিকার করছিল বলে জানিয়েছেন কর্নেল জাহাজনবাখ্‌শ।

কিশ সমুদ্র প্রতিরক্ষা বিভাগের সেনারা চলতি ফারসি বছরের ছয় মাসে অবৈধভাবে ইরানের পানিসীমায় প্রবেশের দায়ে সাতটি নৌযান এবং ৫০ জন ক্রু সদস্যকে আটক করেছে বলে জানান ইরানের এ কর্মকর্তা। খবরে আরও বলা হয়, আটক মাছ ধরার ট্রলার থেকে অন্তত চার টন মাছ জব্দ করা হয়েছে।

আজকের বাজার : এমএম / ২৪ সেপ্টেম্বর ২০১৭