পারিবারিক কলহের জের ধরে কুষ্টিয়ার জুগিয়া এলাকায় এক যুবক নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম দীপ্ত (২৫)। তিনি ওই একই এলাকার আতর আলীর ছেলে।
শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার জুগিয়া বটতলা পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা যায়, স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে দীপ্ত নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন। এতে তিনি মারাত্বকভাবে দগ্ধ হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, রাতে অগ্নিদগ্ধ হয়ে এক যুবককে নিয়ে আসে তার পরিবারের লোকজন। তবে তার অবস্থা খুবই খারাপ ছিলো। শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিলো। তাই তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। ঢাকায় নেয়ার পথে রাতে দীপ্ত মারা যান।
আজকের বাজার / এ.এ