পার্কিংসন্স রোগে আক্রান্ত ব্যক্তিও স্বাভাবিক জীবনে ফিরা সম্ভব বলে মন্তব্য করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির নিউরোসায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর টিপু আজিজ। ২৩ সেপ্টেম্বর শনিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এইমস ল্যাবের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, পার্কিংসন্স একটি নিউরো জনিত সমস্যা। ভারতীয় উপমহাদেশে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় তিন লাখ। মস্তিস্কে সার্জারির মাধ্যমে এই রোগের চিকিৎসা নিয়ে, এখন অনেকেই স্বাভাবিক জীবন যাপন করছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জন্স এর প্রেসিডেন্ট প্রফেসর কনক কান্তি বড়ুয়া বলেন, এ বিষয়ে বাংলাদেশে প্রথম আমরা মাত্র ৪ জন বিশেষজ্ঞ ছিলাম। এখন সে সংখ্যা দাঁড়িয়েছে ১ শত ৩৭ জনে। এ চিকিৎসা সেবায় তরুণদে এগিয়ে আসার আহবান জানান তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম রিজওয়ান খান,উপ উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান, এইমস ল্যাবের পরিচালক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশে এই প্রথম আইবিআরও-এপিআরসি বাংলাদেশ এসোসিয়েট স্কুল অফ ট্রান্সলেশনাল নিউরোসায়েন্স এন্ড রিসার্চ এন্ড ব্রেইন সিম্পোজিয়ামের আয়োজন করে। সিম্পোজিয়ামটি চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
আকজের বাজার:জাকির/এলকে/ ২৩ সেপ্টেম্বর ২০১৭