পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট।
বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান বার্নিকাট। এর আগে তিনি বোমাং সার্কেল চীফের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা ও পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের সাথেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বিগত পাঁচ বছরে বান্দরবানে ব্যাপক উন্নয়ন হয়েছে। বান্দরবানের মানুষের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অনেক কিছু করার রয়েছে। আমরা এ অঞ্চলে ইউএসএইড এর কর্মকাণ্ড করতে পারায় নিজেদের গর্বিত মনে করছি। এজন্য পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসনসহ সকলের কাছে কৃতজ্ঞ’।
বান্দরবান জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলাপ করেছি। ইউএসএইড বান্দরবানে কিছু উন্নয়নমূলক কাজ করছে, এরই কিছু উন্নয়নমূলক কাজ দেখাশুনা করার জন্য এখানে এসেছে। আমরা তাদের কাছে কিভাবে বান্দরবানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তা নিয়ে প্রশ্ন করেছি। বান্দরবানের প্রশাসন কিভাবে চলছে এবিষয় নিয়েও তাদের সাথে আলোচনা হয়েছে।
এমআর/