স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার বলেছেন, পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সারাদেশে সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে স্থিতিশীলতা বজায় রাখা এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে যখন যে ধরনের পদক্ষেপ প্রয়োজন সে ধরনের পদক্ষেপ নেয়া হবে।’
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় নবনির্মিত রামগড় মডেল থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা, বাংলাদেশ বর্ডার গার্ড এর মহা পরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশের চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. আহমার উজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট রামগড় মডেল থানা ভবন নির্মাণ করা হয়।
আজকের বাজার/এমএইচ