পার্ল হারবারে হামলায় মার্কিন নাবিক সহ নিহত ৩

বুধবার হাওয়াইয়ের পার্ল হারবার নেভাল শিপইয়ার্ডে এক মার্কিন নাবিক আত্মহত্যা করার আগে দু’জনকে গুলি করে হত্যা করে,
এবং অন্য একজনকে আহত করে বলে এক জানিয়েছেন কর্মকর্তা ।

নিহত দুই ব্যক্তি হলেন প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারী। এবং আহত ব্যক্তি হলেন বেসামরিক নাগরিক। আহত ব্যক্তির বর্ত্যমান অবস্তা হাসপাতালে স্থিতিশীল।

মার্কিন ঘাঁটির একজন মুখপাত্র বলেছেন যে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে নিরাপত্তা বাহিনী গুলি চালানোর খবরে সাড়া ফেলেছিল এবং ঘাঁটিটি কয়েক ঘন্টার জন্য তালাবন্ধে ছিল।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন তিনি তার কম্পিউটারে বসে ছিলেন, তখন তিনি গুলির শব্দ শুনতে পান, তিনি শেখানে গিয়ে দেখেন তিনটি দেহ মাটিতে পরে আছে।

আজকের বাজার/লুৎফর রহমান