পালকিতে চড়ে বৈশাখী মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) সদস্যদের কাঁধে বহন করা পালকিতে চড়ে রাজধানীর বিমানবন্দর এলাকার র‌্যাব সদর দফতরে ঢুকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় পালকিতে করে মঞ্চে নেওয়া হয় র‌্যাব ডিজি বেনজীর আহমেদকেও।

আজ শনিবার দুপুরে র‌্যাবের বর্ষবরণ অনুষ্ঠানে এমন দৃশ্যের দেখা মেলে। পুরো এলাকা তখন ‘হু-হুমনা হু-হুমনা’ ধ্বনিতে পুলকিত হয়।

পালকি বহন করা বেহারাদের পরে তখন ছিল গাঢ় নীল রঙের পোশাক। তাদের চোখে-মুখে ছিল উপচে পড়া আনন্দ। পালকি বহন করা প্রত্যেক বেহারাই ছিলেন র‌্যাব সদস্য।

জানা যায়, ১৪২৫ বাংলা সনকে বরণে র‌্যাব সদর দফতরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মেমোরিয়াল হলে এবারের বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর ১টার দিকে সেখানে র‌্যাব-৩-এর পালকিতে বহন করে মঞ্চে নেয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

এরপর নেওয়া হয় বেনজীর আহমেদকেও। মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। তাদের পালকিতে চড়ে আসা আনন্দ দিয়েছে উপস্থিত অতিথিদের।

এস/