পালিয়ে আসা শ্রমিকদের ক্ষতিপূরণ দিবে মমতা

ছবি : ইন্টারনেট

কাশ্মীর থেকে জঙ্গিদের ভয়ে পালিয়ে আসা বাঙালি শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু সাহায্য দেবে।

কাশ্মীরে জঙ্গিরা বাঙালি শ্রমিকদের বাসা থেকে বের করে গুলি করে মারায় আতঙ্কিত শ্রমিকরা রাতারাতি সেখান থেকে পালিয়ে চলে এসেছিলেন। ১৩৮ জনকে ট্রেনে করে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাদের মধ্যে পাঁচ জন ছিলেন আসমের, তারা নিজেদের মতো চলে যান। বাকিদের রাজ্য সরকারের বাসে করে নানা জেলায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান,যাঁরা কাশ্মীরে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের একজনকে কাজ দেওয়া হবে।

এছাড়া কাজ ছেড়ে পালিয়ে আসা শ্রমিকদের নতুন করে কিছু শুরু করার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা এককালীন সাহায্য দেওয়া হবে এবং যাদের থাকার জায়গা নেই, তাদের রাজ্য যোজনা খাতে বরাদ্দ অর্থ থেকে বাড়ি বানিয়ে দেওয়া হবে।

আজকের বাজার/লুৎফর রহমান