দীর্ঘদিন ধরেই অসুস্থ বড় বোন। নিজের তিন সন্তান আর স্বামীর ঠিক মতো দেখাশোনাও করতে পারেন না। তাই সেই বড় ভোনই নিজের খালাতো বোনকে অনুরোধ করেছিলেন তাঁর স্বামীকে বিয়ে করতে।
স্বামীকে এবং বাপেরবাড়ির সবাইকেও এব্যাপারে বলেকয়ে রাজি করিয়েছিলেন। অবশেষে স্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাঁর খালাতো বোনকে বিয়ে করলেন এক ব্যক্তি। আর স্ত্রীকে সম্মান জানিয়ে একই স্টেজে ৯ বছর পর আরেকবার তাঁর সঙ্গেও গাঁটছড়া বাঁধলেন।
অদ্ভূত এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের ভিন্দ জেলার গুড়াবল্লী গ্রামে। দিলীপ এবং তাঁর স্ত্রী বিনিতা দুজনেই ওই গ্রামেরই বাসিন্দা। দম্পতির পরিবার এবং গ্রামবাসীদের সূত্রে খবর, প্রথমে রাজি না হলেও বিনিতার কাতর অনুরোধেই তাঁর খালাতো বোনকে রচনাকে বিয়েতে সম্মত হন দিলীপ।
তবে বিনিতার প্রতি প্রগাঢ় ভালোবাসার টানেই বিনিতাকেও রচনার সঙ্গেই একসঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন দিলীপ। প্রথমে সবাই আপত্তি জানালেও পরে খুশি হয়েই এই বিয়েতে যোগ দেন দিলীপ–বিনিতার পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা।
আজকের বাজার/লুৎফর রহমান