এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরের মতো এবারো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেশি কৃতকার্য হয়েছে। তবে তুললামূলক পিছিয়ে পড়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা।
৮টি সাধারণ বোর্ডের অধীনে এবছর বিজ্ঞান ও গার্হস্থ্য বিভাগের মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ১৪ হাজার ৩৫২ জন, এর মধ্যে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ২২০ জন অর্থাৎ পাসের হার ৮৩.১৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৮ হাজার ৯৩৫ জন।
অন্যদিকে, এবছর মানবিক, ইসলাম শিক্ষা ও সংগীত বিভাগের মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৮৭ হাজার ২২৯ জন, এর মধ্যে পাস করেছে ২ লাখ ৮৩ হাজার ২৯৩ জন অর্থাৎ পাসের হার ৫৮.১৪ শতাংশ। জিপিএ ১ হাজার ৭২৬ জন।
আর ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬৩ হাজার ৩৫৭ জন, এর মধ্যে পাস করেছে ১ লাখ ৮৩ হাজার ৪২৯ জন অর্থ্যাৎ পাসের হার ৬৬.৮৪ শতাংশ। জিপিএ ৩ হাজার ৫৮১ জন।
২৩ জুলাই রোববার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে সচিবালয়ে ফলাফলের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষার অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬৮ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন।
৮টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে ১১ লাখ ৬৩ ৩৭০জন শিক্ষার্র্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মোট পাস করেছে ৮ লাখ ১ হাজার ৭১১ জন। যা গত বছরের চেয়ে ৯৭ হাজার ৪৩৯ জন কমেছে।
আটটি সাধারণ শিক্ষাবোর্ডর অধীনে শুধু এইচএসসি পরীক্ষার পাসের গড় ৬৬ দশমিক ৮৪ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৪২ জন। মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাস করেছে ৭৭ দশমিক ২০ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন। অন্যদিকে কারিগরি বোর্ডে ৮১ দশমিক ৩৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা হয়।
আজকের বাজার: এলকে/এলকে ২৩ জুলাই ২০১৭