পাসে এগিয়ে বরিশাল, পিছিয়ে দিনাজপুর

পাসের হারে এগিয়ে বরিশাল, পিছিয়ে দিনাজপুর-rtvonline

এবারের এইচএসসি পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে বরিশাল বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। আর দিনাজপুর বোর্ডে পাসের হার সবচেয়ে কম।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে বরিশাল বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। এ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ। আর দিনাজপুর বোর্ডে পাসের হার সবচেয়ে কম। এ বোর্ডে পাস করেছে বোর্ডে ৬০ দশমিক ২১ শতাংশ।

এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ।

চলতি বছর ২ এপ্রিল থেকে ১৩ মে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলে। এরপর ১৪ থেকে ২৩ মে নেয়া হয় ব্যবহারিক পরীক্ষা।

সারাদেশে দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গত বছর যা ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ।

আর এবছর জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ২২৬ জন। এ হিসেবে জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮ হাজার ৪৬৪ জন।

আজকের বাজার/এমএইচ