পাহাড় ধসে নিহতদের পরিবারের মাঝে ৬০ হাজার টাকা প্রদান

বান্দরবানে পাহাড় ধসে নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে ৬০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা দেয়া হয়েছে।

বুধবার (২৩ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর মনজয় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে আহত ও নিহতদের পরিবারের এই আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় বান্দরবানের জেলা প্রশাসক আসলাম হোসেন ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

জানা যায়, গত সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মনজয় এলাকায় পাহাড় ধসে নারীসহ ৩ জন নিহত হন, আহত হন আরও ২ জন।

নিহতদের প্রত্যেক পরিবারকে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা, মন্ত্রণালয় থেকে ২৫ হাজার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও আহতদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়।

আজকের বাজার/আরআইএস