পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, আটক ২

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ার দুর্গম পাহাড়েএকটি অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৭। ওই কারখানায় অভিযান চালিয়ে ২০টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।এ সময় অস্ত্র তৈরির দুই কারিগরকেআটক করা হয়েছে।

শনিবার (২১ জুলাই) রাত ১২টা থেকে রোববার (২২ জুলাই) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসীদের ধরতে গতকাল সন্ধ্যা থেকে তারা মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান শুরু করেন। রাত আটটার দিকে হাকিম ও শহীদুল্লাহ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। কালারমারছড়ার দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানা থাকার তথ্য দেন তারা। সেখানে র‍্যাব অভিযানে যায়। অভিযানের একপর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের বন্দুকযুদ্ধ হয়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। অস্ত্রের কারখানা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরএম/