বাংলাদেশে টানা বর্ষণে পাহাড় ধসে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান।
গতকাল ১৪ জুন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন তারা।
মাশরাফি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমি ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি। উদ্ধার কাজে করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন সবাই দিতে পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’
সাকিব আল হাসান তার স্ট্যাটাসে লিখেছেন, ‘পাহাড় ধসের ঘটনায় আমি শোকাহত। মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফেরাত এবং পরিবার পরিজনের মানসিক শক্তি কামনা করছি।’
প্রসঙ্গত, গত কয়েক দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, টেকনাফ ও চট্টগ্রামে পাহাড় ধসে মোট ১৫৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে সেনা কর্মকর্তাসহ ১০৫জন, বান্দরবানে ৯ জন, খাগড়াছতিতে ১ জন, টেকনাফে ২ জন এবং চট্টগ্রামে ৩৬জন মারা গেছেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৫ জুন ২০১৭