পায়ে গুরুতর চোট পেয়েছেন শ্রদ্ধা কাপুর

অভিনয় নিখুঁত করার জন্য কী কী না করেন অভিনেতা-অভিনেত্রীরা। কঠোর পরিশ্রম করতে গিয়ে অনেকসময়ই গুরুতর চোটেরও শিকার হতে হয়। এবার নাচের অনুশীলনের সময় চোটের শিকার হলেন শ্রদ্ধা কাপুর।

এই মুহূর্তে ‘স্ট্রিট ডান্সার 3D’র প্রস্তুতিতে ব্যস্ত শ্রদ্ধা। মুম্বইতে চলছে ছবির শেষ অংশের রিহার্সাল। ছবির জন্য নাচের অনুশীলন করতে গিয়ে এবার পায়ে চোট পেলেন শ্রদ্ধা। একইভাবে এর আগে ঘাড় ও কাঁধে আঘাত পেয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান অভিনেত্রী নিজেই। লেখেন, “পায়ের চোট সারাচ্ছেন সেটের ফিজিওথেরাপিস্ট.. প্রথমে ঘাড় ও কাঁধ, আর এবার পা। সাহায্যের জন্য তুমিই আছো। ধন্যবাদ।”

এর আগে বরুণ ধাওয়ানও চোট পেয়েছিলেন হাঁটুতে। তবুও বিশ্রাম না নিয়ে নাচের অনুশীলন চালিয়ে যান বরুণ।

স্ট্রিট ডান্সার 3D ছবির পরিচালনা করছেন রেমো ডি’সুজা। পাঞ্জাবে শুরু হয়েছিল ছবির শ্যুটিং। তারপর লন্ডন ও দুবাইতেও শ্যুট হয় ছবির কিছু অংশের। ছবিতে শ্রদ্ধার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। এছাড়াও অভিনেত্রীকে দেখা যাবে ‘সাহো’, ‘বাঘি থ্রি’ ও ‘ছিছোড়ে’ ছবিতে।