আইনভঙ্গের অপরাধে পিএফআই সিকিউরিটিজ লিমিটেডকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ২জানুয়ারি বিএসইসির ৬২২তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি দেখিয়েছে। এছাড়াও ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেন, নন মার্জিনেবল শেয়ার মার্জিন ঋণ প্রদান, ডিলার হিসাবে ঋণ প্রদান এবং জেড ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীকে ঋণ প্রদানের মাধ্যমে কমিশন আইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি।
সিকিউরিটিজ আইনসমূহ ভঙ্গের জন্য কমিশন পিএফআই সিকিউরিটিজ লিমিটেডকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে।
আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮