পিএম ২.৫ নামের একটি পরিবেশ দূষণকারী পদার্থের কারণে ভারতে এক বছরে প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু ঘটেছে।
যুক্তরাজ্যে চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সাধারণত কঠিন জ্বালানি পোড়া ধোঁয়া থেকে তৈরি হয় পিএম ২.৫।
বাতাসের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে এবং খুব সহজেই মানুষের ফুসফুস ও রক্তে প্রবেশ করে।
পিএম ২.৫ আকৃতিতে চুলের চেয়েও ৩০ গুণ ছোট যা সরাসরি মানুষের ফুসফুস ও রক্তে প্রবেশ করে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর ক্লিন কুকস্টোভসের তথ্য অনুযায়ী, ভারতে ৬০ থেকে ৬৫ শতাংশ বাড়িতে এখনও রান্নার কাজে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়।
এসব জ্বালানি থেকে সৃষ্ট ওই দূষণকারী পদার্থ শুধু নারীদের নয়, ক্ষতি করছে শিশু এবং পুরুষদেরও।
রান্নার কাজে ব্যবহৃত কঠিন জ্বালানির পরই পিএম ২.৫-এর অন্যতম উৎস বিভিন্ন কলকারখানা, কয়লা বিদ্যুৎকেন্দ্র ও যানবাহন থেকে উৎপাদিত কালো ধোঁয়া।
সূত্র : সিআরআই
আজকের বাজার : এমএম / ০২ নভেম্বর ২০১৭