পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে পেশোয়ার জালমিতে খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আবারও একই দলে খেলবেন বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার।
‘ডায়মন্ড’ ক্যাটেগরিতে থাকা সাকিবকে গতবারের দল থেকে আগেই ধরে রেখেছিল পেশোয়ার। রোববার টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে একই ক্যাটেগরিতে থাকা তামিমকে দলে নিয়েছে পেশোয়ার। আর ‘ডায়মন্ড’ ক্যাটেগরিতে থাকা মাহমুদউল্লাহকে ধরে রেখেছেন আগের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
প্রথমবারের মত এবার পিএসএল খেলতে পারেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের প্রথম আসরে তাকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। কিন্তু চোটের কারণে সেবার খেলতে পারেননি। এবারও তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। বাঁহাতি পেসার ছিলেন ‘গোল্ড’ ক্যাটেগরিতে।
‘ডায়মন্ড’ ক্যাটাগরির পারিশ্রমিক ৭০ হাজার ডলার, ‘গোল্ড’ ক্যাটেগরির ৫০ হাজার ডলার।
আজকের বাজার: সালি / ১৩ নভেম্বর ২০১৭