আইপিএল, বিপিএলের আদলে অনুষ্ঠিত পাকিস্তানের ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ- পিএসএলে ডাক পেয়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার। রোববার টুর্নামেন্টটির আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হয়। আসন্ন আসরকে সামনে রেখে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানকেও প্রবল আগ্রহ নিয়ে দলভুক্ত করে ফ্র্যাঞ্চাইজিগুলো।
পিএসএলের প্রথম আসরে খেলেছিলেন তিনজন বাংলাদেশি- সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দ্বিতীয় আসরে মুশফিক বাদ পড়লেও দল পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। আসন্ন আসরে সাকিব, তামিম, রিয়াদ- তিনজনের পাশাপাশি ২২ গজ মাতাতে দেখা যাবে গতি তারকা মুস্তাফিজুর রহমানকেও।
সাকিব আল হাসান গত আসরে খেলেছিলেন পেশোয়ার জালমির হয়ে। নিলামের আগেই সাকিবকে ফের রেখে দিয়েছিল দলটি। একই ব্যাপার ঘটেছিল গত আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলা মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষেত্রেও। নিলামে তাই মূল্য পেয়েছেন তামিম ও মুস্তাফিজই।
তামিমকে নিলামের জন্য ছেড়ে দিলেও আবারও দলে টেনে নিয়েছে তার পুরনো দল পেশোয়ার জালমি। গত আসরের মতো এবারও তাই একই দলে খেলবেন দুই বন্ধু সাকিব ও তামিম।
এদিকে মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে গত আসরের আলোচিত দল লাহোর কালান্দার্স। এতে প্রথমবারের মতো পিএসএল মাতানোর সুযোগ পাবেন আবির্ভাবেই বিশ্ব কাঁপানো পেসার।
সাকিব, তামিম,রিয়াদ, মুস্তাফিজ চার জনই ডায়মন্ড ক্যাটাগরির ক্রিকেটার। এই ক্যাটাগরির খেলোয়াড়ের মূল্য ৭০ হাজার ইউএস ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ৫৭ লক্ষ।
উল্লেখ্য, গত আসরের ফাইনাল খেলা এনামুল হক বিজয়কে এবার দলে নেয়নি কোনো দলই।
২০১৮ সালের ফেব্রুয়ারির শেষদিকে শুরু হবে পিএসএলের তৃতীয় আসর। আগের দুটি আসর পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত হলেও তৃতীয় আসরে দলের সংখ্যা বেড়ে হচ্ছে ছয়টি। নতুন দল হিসেবে এবার দেখা যাবে মুলতান সুলতানসকে।
আজকের বাজার : সালি / ১৩ নভেম্বর ২০১৭