ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের শেষ মুহূর্তের গোলে গতকাল লিগ ওয়ানে লিঁওকে ১-০ গোলে পরাজিত করেছে প্যারিস সেইন্ট-জার্মেই। এই জয়ে এ্যাঙ্গার্স এসসিও’র থেকে তিন পয়েন্ট এগিয়ে লিগ ওয়ান টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
লিঁওর গ্রুপমা স্টেডিয়ামে ম্যাচের ৮৭ মিনিটে অবশেষে স্বাগতিক গোলরক্ষক এন্থনী লোপেজকে পরাস্ত করতে সমর্থ হন নেইমার। পুরো ম্যাচে বেশ কয়েকবার লোপেজের দক্ষতায় গোল হজম করা থেকে বেঁচে গেছে লিঁও। স্ট্রার্সবার্গের বিপক্ষে লিগের আগের ম্যাচেও ইনজুরি টাইমে নেইমারের একমাত্র গোলেই জয় পেয়েছিল পিএসজি। ট্রান্সফার মার্কেটে বার্সেলোনায় ফিরে যাবার বিষয়ে নেইমারকে নিয়ে বেশ জোড় গুজব ছিল। কিন্তু সব শঙ্কাকে পিছনে ফেলে পুনরায় দলে ফিরে নিজেকে দারুণভাবে প্রমাণ করে চলেছেন এই ব্রাজিলিয়ান। যদিও পিএসজি কোচ থমাস টাচেল মনে করেন এর থেকে ভাল খেলার ক্ষমতা আছে নেইমার। টাচেল বলেন, ‘গত চার মাসে এটি তার দ্বিতীয় কিংবা তৃতীয় ম্যাচ। এখনো সে শতভাগ দিতে পারছে না। তার মধ্যে কোন সীমবদ্ধতা নেই। অবশ্যই আরো ভাল খেলার যোগ্যতা তার আছে।’
আজকের বজার/লুৎফর রহমান