পিএসজির ‘টার্গেট’ এখন গার্দিওলা!

বিশাল অঙ্কের টাকায় নেইমার-কিলিয়ান এমবাপেকে কেনার পর পিএসজির ‘তারকা’ কেনার ক্ষুধা আপাতত মিটে গেছে। ফরাসি ক্লাবটির এখন টার্গেট বিশ্বমানের কোচ। উনাই আমরির অধীনেও পিএসজি এখন উড়ছে বটে। তবে স্প্যানিশ এই কোচের কাজে পুরোপুরি সন্তুষ্ট নন পিএসজির কাতারি মালিক-সভাপতি নাসের আল খেলাইফি। তাই ভবিষ্যতের জন্য তারা একজন ‘বিশ্বসেরা’কে খুঁজছে। এই লক্ষ্যে পিএসজির প্রথম দৃষ্টি ছিল হোসে মরিনহোর উপর। কিন্তু নতুন কোচ নিয়োগে পিএসজি ‘টার্গেট’ বদলে ফেলেছে বলেই খবর। ইংলিশ পত্রিকা ডেইলি মিররে’র দাবি, পিএসজির দৃষ্টি এখন পেপ গার্দিওলার দিকে।

মানে মরিনহো বাদ। পিএসজি ভবিষ্যতের কোচ হিসেবে ভাড়া করতে চাইছে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচকে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ঘুরে গার্দিওলা ম্যান সিটির দায়িত্ব নিয়েছেন ২০১৬ সালে। ইংলিশ ক্লাবটির সঙ্গে গার্দিওলার বর্তমান চুক্তির মেয়াদই আরও ১৬ মাস বাকি আছে। দলের বর্তমান উড়ন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সিটি নাকি এরই মধ্যে চুক্তিটা নবায়ন করার পরিকল্পনাও হাতে নিয়েছে।

কিন্তু মিররের দাবি, সিটির সেই নতুন চুক্তির প্রস্তাব ফেলে গার্দিওলা পাড়ি জমাতে পারেন প্যারিসে। ম্যান সিটিতে বর্তমানে যে বেতন পান গার্দিওলা, পিএসজি যে তার চেয়েও অনেক বেশি বেতনের প্রস্তাব করার পরিকল্পনা করছে!

ম্যান সিটিতে ৪৭ বছর বয়সী গার্দিওলা বর্তমান বেতনও চোখ কপালে তোলার মতোই। তার বার্ষিক বেতন ১৭ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১৭৩ কোটি ৫৮ হাজার ৫০৭ টাকা মাত্র! একজন কোচ হিসেবে বেতনের এই অঙ্কটা কতটা বেশি, সেটা একটা তথ্যেই স্পষ্ট।

অন্য কোচদের হিসাব বাদ দিন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বর্তমান খেলোয়াড়দের মধ্যে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা তার চেয়ে বেশি বেতন পান। বাকি সবার বেতনই তার চেয়ে কম। তারকা খেলোয়াড়দের চেয়েও কোচের বেতন বেশি, ভাবা যায়!

এটা তো বর্তমানের হিসাব। ম্যান সিটির নতুন চুক্তির প্রস্তাবে গার্দিওলার বেতনের অঙ্কটা নিশ্চয় আরও বড়ই হবে। বেতন বাড়বে, সেটা পিএসজির মাথায়ও আছে। মিররের দাবি, ফরাসি ক্লাবটি এমন লোভনীয় প্রস্তাবের পরিকল্পনা আঁটছে, যা ফিরিয়ে দেওয়া গার্দিওলার জন্য কঠিন হবে। শুধু মোটা অঙ্কের বেতনই নয়, প্যারিসে গার্দিওলার পরিবারকে আরও অনেক বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনাও নাকি করছে পিএসজি।
মানে যে কোনো মূল্যেই গার্দিওলাকে পিএসজির চাই। বেছে বেছে কেন ম্যান সিটির স্প্যানিশ কোচকে প্রধান এবং একমাত্র ‘টার্গেট’ করে ফেলল পিএসজি? পিএসজির এই ইচ্ছার পেছনে মিরর খুঁজে পাচ্ছে ফুটবলের বাইরের একটা কারণও। পিএসজির মালিকানা প্রতিষ্ঠান যেমন কাতারের, ম্যান সিটির মালিকানা প্রতিষ্ঠানও মধ্যপ্রাচ্যেরই।

সিটির মালিক সংযুক্ত আরব আমিরাতের শেখ মনসুর। এই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কাতারের রাজনৈতিক ও বণিজ্যিক সম্পর্কটা সাপে-নেউলে। গত বছর দেশ দুটি নিজেদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে ফেলেছে। রাজনৈতিক-বাণিজ্যিক সেই তিক্ততা থেকেই নাকি গার্দিওলাকে ভাড়া করে সিটির মালিক শেখ মনসুরকে একটা ‘ঘা’ মারার আশা পিএসজির সভাপতি নাসের আল খেলাইফির।

তাছাড়া গার্দিওলা বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, কোনো ক্লাবের সঙ্গেই চুক্তি নবায়ন করেননি। ক্লাবের চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি বেছে নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। নতুন চ্যালেঞ্জের প্রতি তাই তার আলাদা মোহ। আর সেই নতুন চ্যালেঞ্জটা যদি হয় আরও বেশি আকর্ষণীয় বেতনের এবং আরও অনেক সুযোগ-সুবিধা সমৃদ্ধ, গার্দিওলার পক্ষে না করাটা কষ্টকরই হবে!

আজকের বাজার: সালি / ২০ জানুয়ারি ২০১৮