মাত্র পাঁচ মিনিট আগেই এডিনসন কাভানির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মাউরো ইকার্দি। শেষ বাঁশি বাজতে আর বাকি কয়েক মিনিট, পয়েন্ট হারানোর দ্বারপ্রান্তে পিএসজি। সেই মুহূর্তেই ডি মারিয়ার নেওয়া একটি শট ঠেকিয়ে দিলেন ব্রেস্ট গোলরক্ষক। সেই বল ফিরে এলে বক্সের ভেতর তৈরি হলো জটলা, সেখান থেকেই বল জালে জড়িয়ে পিএসজিকে ২-১ গোলের স্বস্তির জয় এনে দিলেন ইকার্দি।
ঘরের মাঠে প্রথম সুযোগটা এসেছিল ব্রেস্টের সামনেই। ১৫ মিনিটের মাথায় মাথিয়াস অট্রেটের শট বাঁচিয়ে দেন রিকো। ছয় মিনিট পর পাবলো সারাবিয়া পিএসজিকে এগিয়ে দিতে পারতেন, তাঁকে হতাশ করেন ব্রেস্ট কিপার। ৩৯ মিনিতে ডেডলক ভাঙ্গেন ডি মারিয়া। জুলিয়ান ড্রাক্সলারের থ্রু বলে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়েছিলেন। রেফারি অবশ্য ভিএআরের সাহায্য নিয়েই গোলের বাঁশি বাজান।
ম্যাচের এক ঘণ্টার মাথায় পিএসজির লিড দ্বিগুণ করতে পারতেন কাভানি।তার শট বাঁচিয়ে দেন লারসোনয়্যার। ৭২ মিনিটে ম্যাচে সমতা আনে ব্রেস্ট। ইয়োয়ান কোর্টের বাড়ানো বলে বাঁ পায়ের দারুণ এক শটে বল জালে জড়ান স্যামুয়েল গ্র্যান্ডসার। এরপর গোলের জন্য অনেক চেস্টা করেও সফল হচ্ছিল না পিএসজি। ৮০ মিনিটে একসাথে তিনজন বদলি ফুটবলার নামাম টমাস টুখেল। এতেই বদলে যায় ম্যাচের ভাগ্য। ৮৫ মিনিটে গোল করে পিএসজিকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন ইকার্দি। ১০ ম্যাচে এটি তার নবম গোল। এই জয়ে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল পিএসজি।
আজকের বাজার/আরিফ