পিএসজির পরবর্তী কোচ হিসেবে এন্টোনিও কন্টের নাম শোনা গেলেও এই খবরের কোন ভিত্তি নেই বলেই দাবী জানিয়েছেন টটেনহ্যাম হটস্পারের কোচ। মৌসুমের শেষে টটেনহ্যামের সাবেক বস মরিসিও পোচেত্তিনো পিএসজি ছেড়ে যাচ্ছেন, আর এই তথ্যের ভিত্তিতেই প্যারিসের জায়ান্টদের পরবর্তী কোচ হিসেবে কন্টের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের ইঙ্গিত দেয়া হয়েছে। টটেনহ্যামের সাথে কন্টের বর্তমান চুক্তির মেয়াদ আরো এক বছর বাকি রয়েছে। নভেম্বরে নুনো এস্পিরিতো সান্তোর স্থলাভিষিক্ত হবার পর প্রিমিয়ার লিগের ক্লাবটির সাথে দীর্ঘমেয়াদে কাজ করার একটি প্রতিশ্রুতিও দিয়েছেন কন্টে।
পিএসজির সাথে কোন ধরনের যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে কন্টে জানিয়েছেন এই ধরনের খবরের কোন সত্যতা নেই। সাংবাদিকদের কাছে কন্টে বলেন, ‘অবশ্যই আমি মনে করি অন্য ক্লাব যদি আমার কাজের প্রতি সন্তুষ্ট হয় তবে সেটা আমার জন্যই ভাল। এটা এক বিষয়। কিন্তু সত্যিকার অর্থেই আমি এমন মানুষকে পছন্দ করি না যারা শুধুমাত্র বলার জন্যই কিছু বলে থাকে, এতে করে শুধুমাত্র সমস্যাই সৃষ্টি হয়। এটা মোটেই সঠিক নয়। আমার জন্যও একইসাথে ক্লাব ও খেলোয়াড়দের জন্য বিষয়টি বিব্রতকর। আমি আবারো বলছি এই ধরনের পরিস্থিতি আমাকে শুধু হাসায়। ভুয়া খবর নিয়ে একজনের প্রতি শুধুমাত্র অশ্রদ্ধাই করা হয়। ফুটবলের সাথে যারা কাজ করে তারা সবাই জানে মৌসুমের এই সময়টাতে এ ধরনের ভিত্তিহীন খবর বাতাসে ভেসে বেড়ায়।’
আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য লড়াই চালিয়ে যাওয়া টটেনহ্যামের খেলোয়াড়দের যাতে মনোযোগ বিঘিœত না হয় সে কারনেই কন্টে এই মুহূর্তে তার ভবিষ্যত নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। রোববার লিস্টারের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামবে স্পার্সরা। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের থেকে দুই পয়েন্ট পিছিয়ে বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম, হাতে রয়েছে পাঁচটি ম্যাচ। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এসে অন্য যেকোন কিছুর থেকে শুধুমাত্র ম্যাচের উপরই মনোযোগ দেবার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন কন্টে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান