পিএসসির নতুন সদস্য হলেন আবদুল মান্নান

অবসরপ্রাপ্ত সচিব আবদুল মান্নানকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছেন সরকার।

মঙ্গলবার (৫জুন)  জনপ্রশাসন মন্ত্রণালয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মান্নানকে পিএসসির সদস্য নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে ।

আদেশে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল মান্নানকে ওই পদে নিয়োগ দিয়েছেন।

মান্নান ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত  অর্থাৎ ২০২২ সালের ২ নভেম্বর পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

মান্নানকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাদিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

আজকের বাজার/লাবণ্য