সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সরকার।
১৭ অক্টোবর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এমন তথ্য জানানো হয়েছে। এর আগে তিনি পিএসসির সদস্য পদ পদত্যাগপত্র দিয়েছেন বলে আদেশে বলা হয়।
এতে বলা হয়, সংবিধানের ১৩৯ (৩) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কর্তৃক সরকারি কর্ম কমিশনের সদস্য পদ থেকে অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদারের পদত্যাগপত্রটি গৃহীত হওয়ায় তাকে ২০ সেপ্টেম্বর থেকে কমিশনের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
২০১৪ সালের ২৭ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আবুল কাশেম মজুমদারকে পাঁচ বছরের জন্য পিএসসির সদস্য নিয়োগ দেওয়া হয়।
এদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপণে জনপ্রশাসনের সিনিয়র সহকারী সচিব পদ (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মর্যাদার ৪ জন কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসার মর্যাদায় খুলনা ও বরিশালে বদলি করা হয়েছে। এর মধ্যে- মো. শরিফুল ইসলাম, মো. রাজীব আহসান, আসিফ ইকবালকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে এবং মো. ওয়াশীমুল বারীকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ১৭ অক্টোবর ২০১৭