পিএসসি’র সদস্য হিসেবে আবদুল মান্নানের শপথ গ্রহণ

বাংলাদেশ সরকারী কর্ম-কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাবেক সচিব আবদুল মান্নান।

রোববার (২৪ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিকালে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন।

এ সময় আপিল বিভাগের বিচারপতিগণ, পিএসপি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সদস্যবৃন্দ, পিএসপি’র সচিব আক্তারী মমতাজসহ পিএসসি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরজেড/