পিকআপের ধাক্কায় শাওন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।
রাজধানীর মতিঝিলের আরামবাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত শাওনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পথচারীরা। রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওনের বাড়ি মাদারীপুর ডাসার থানা এলাকায়। তার বাবার নাম লিটন মিয়া। ফকিরাপুল পেপসির গলির একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করত শাওন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য শাওনের লাশটি মর্গে রাখা হয়েছে।
আরজেড/