নগরীর কর্ণফুলী থানা এলাকায় একটি পিকনিক বাস থেকে আড়াই লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। সেই সাথে পাচারকারী সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।
শনিবার ভোরে শাহ আমানত সেতুর কাছে বাসটি জব্দ করা হয়। পিকনিকের বাসটিতে অন্তত অর্ধশতাধিক লোক ছিল।
র্যাবের সহকারী পরিচালক মাশকুর রহমান বেসরকারি বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, ‘কক্সবাজার থেকে প্রমোদ ভ্রমণের আড়ালে ইয়াবা পাচারের সময় একটি বাস থেকে পাচারকারী চক্রসহ বিপুল পরিমাণ ইয়াবা আটক করা হয়েছে।’
সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ