বিজ্ঞাপন শিল্পকে আরো প্রাণবন্ত করে তুলতে রোর বাংলাদেশ লিমিটেডের সাথে একটি সমঝোতা চুক্তি সই করেছে দেশের প্রথম ডিজিটাল কন্টেন্ট মার্কেটপ্লেস পিক্সমামা। বাংলাদেশের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন শিল্পকে আরো সমৃদ্ধ করতে উভয় সংস্থাকে সহযোগিতা করবে চুক্তিটি।
চুক্তির ফলে এখন থেকে ১৭ শতাংশ ছাড়ে পিক্সমামা থেকে ডিজিটাল ছবি কিনতে পারবে রোর বাংলাদেশ লিমিটেড। পাশাপাশি কাস্টম শ্যুটসহ রোর বাংলাদেশ লিমিটেডকে সকল প্রকার ডিজিটাল সাপোর্ট প্রদান করবে পিক্সমামা। এছাড়া কৌশলগত চুক্তিটি উভয় সংস্থাকে তাদের ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের সাথে আরো বেশি কাজের সুযোগ তৈরি করবে।
এ উপলক্ষ্যে রাজধানীর উত্তরায় পিক্সমামা’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সিইও মোস্তাফিজুর রহমান ও রোর বাংলাদেশ লিমিটেড’র এডিটর ইন চিফ তাহসীন মাহমুদ সমঝোতা চুক্তিতে সই করেন।
এ সময় পিক্সমামা’র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রিফাত ইকবাল, টেকনোলজি লিড আশিকুজ্জামান এবং রোর বাংলাদেশ লিমিটেড’র ডেপুটি এডিটর মুহায়মিনুল ইসলাম অন্তিক ও সিনিয়র এক্সিকিউটিভ আফাজ মুস্তাফা উপস্থিত ছিলেন।
রবি’র কর্মীদের ডিজিটাল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নেয়া আর-ভেঞ্চারসের প্রকল্পের আওতায় পিক্সমামা স্বাধীন ব্যবসা হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করছে ।