লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় হার্ট অ্যাটাকে আ. গফুর (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় তার দু’টি টিনের ঘরও পুড়ে যায়।
রোববার (২৪ জুন) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ডাংগীর পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, রোববার পিডিবির ১১ কেভি সরবরাহ লাইনের একটি তার টিনের ঘরে ছিঁড়ে পড়লে মুহূর্তেই আগুন লেগে যায়। এ সময় আ.গফুর ঘর থেকে তাড়াতাড়ি বের হওয়ার সময় মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্য হয়।
এ সময় এলাপকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। অগ্নিকাণ্ডে ধান, চাল, আসবাবপত্র, একটি গবাদি পশু ও নগদ টাকাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম জানান, ঘর থেকে বের হওয়ার সময় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
আজকের বাজার/এসএম