পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। গত বছর এটি ছিলো ১ টাকা ৮২ পয়সা। সে হিসাবে ইপিএস বেড়েছে ৪৬ পয়সা বা ৩৫ দশমিক ১৬ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো। ফলে এ বছর কোম্পানির লভ্যাংশ বেড়েছে ২০ শতাংশ।
লভ্যাংশের সাথে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্যও (এনএভি) বেড়েছে।
গত বছরের তুলনায় এ বছর পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্যও (এনএভি) বেড়েছে। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিলো ২২ টাকা ৮৫ পয়সা। আর এ বছর সেটি হয়েছে ২৪ টাকা ৩১ পয়সা। এ হিসাবে এনএভি বেড়েছে ১ টাকা ৪৬ পয়সা বা ৬ দশমিক ৩৮ শতাংশ।
আজকের বাজার: আরআর/২২ এপ্রিল ২০১৭