৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্ষদ বৈঠকে ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে দশমিক ১০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়ায় ১০ টাকা ৯০ পয়সা।
আগামী ১৮ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ আগস্ট।