করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করা হয়েছে।
গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বহাল পাওয়া যাবে।
এনবিআর বলছে, করোনা রোগিদের চিকিৎসা প্রদানের জন্য চিকিৎসক ও নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর মানসম্মত পিপিই ও সার্জিক্যাল মাস্ক পরিধান করতে হয়। এছাড়া করোনা ভাইরাস গোষ্ঠি পর্যায়ে ছড়িয়ে পড়ার কারণে আগামী দিনগুলোতে দেশে বিপুল পরিমাণ পিপিই ও সার্জিক্যাল মাস্ক প্রয়োজন হতে পারে। তাই জাতীয় জনস্বার্থে এসব পণ্যের উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য,এর আগে গত ২২ মার্চ করোনা মহামারি প্রতিরোধে পিপিইসহ অন্যান্য আনুসাঙ্গিক সুরক্ষা সামগ্রী আমদানির ক্ষেত্রে সব ধরনের আমদানি শুল্ক অব্যাহতি দেয়া হয়।