এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন ও তদারকির জন্য দু’টি নতুন কার্যক্রম ঘোষণা করেছে।
ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি ও পিপিপি বাস্তবায়ন জোরদারের লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
জাপানের ইয়োকোহামায় এডিবি’র বোর্ড অব গভর্নরস’র ৫০তম বার্ষিক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।
এ ঘোষণার প্রথম পদক্ষেপ হলো ইনফ্রাক্ট্রাচার রেফারি প্রোগ্রাম (আইআরপি) যা পিপিপির মার্কেটে এ ধরনের প্রথম কার্যক্রম।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাঝে সরকারি ও বেসরকারি উভয় পক্ষের মতবিরোধ দেখা দিলে দক্ষ পরামর্শক তৃতীয় পক্ষের মাধ্যমে বিষয়টির সমাধানে সহায়তা করা হবে।
এডিবির অফিস অব পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (ওপিপিপি) প্রধান রিয়ুচিকাগা বলেন, টেন্ডার, নেগোসিয়েশন, কনস্ট্রাকশন অথবা অপারেশন, ব্যয় বৃদ্ধি, জরুরি সার্ভিসে ব্যর্থতায় উভয় পক্ষের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতে পারে। আইআরপি’র মাধ্যমে এডিবি সফলভাবে পিপিপি প্রকল্প বাস্তবায়নে উভয়পক্ষের মধ্যে মতানৈক্য নিরসন করবে।
দ্বিতীয়টি হলো পিপিপি মনিটর করা। এডিবি সদস্য দেশগুলো পিপিপি ব্যবসা পরিবেশ উন্নয়নে সহায়তা দেবে।
আজকের বাজার: আরআর/ ০৪ মে ২০১৭