পিরোজপুরের স্বরূপকাঠিতে অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে গেছে।
বুধবার (২৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার দ. সোহাগ দল এলাকার একতা বাজারে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগীরা দাবি করেছে, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। জানা গেছে, রাত আনুমানিক চারটার দিকে মিজানের ডির্পাটমেন্টাল স্টোরে আগুন জ্বলতে দেখে পাহারাদার আলম মোল্লা ও গাফ্ফার ডাক চিত্কার দিলে দোকানি ও এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
এর আগেই ফারুক জমদ্দারের ডিপার্টমেন্টাল স্টোর, ফরিদের ফলের দোকান, চান্দু মিয়ার স্টেশনারি, সুব্রতের মিষ্টির দোকান ভস্মীভূত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।
সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
আজকের বাজার/একেএ