পিরোজপুরে মঙ্গলবার বিপুল পরিমাণ দেশীয় ‘অস্ত্রসহ’ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, ‘আটকরা সক্রিয় জামায়াত কর্মী এবং আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য তৎপরতা চালাচ্ছিল।’
উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো- ১টি পাইপগান, ৬ রাউন্ড গুলি, ৪টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, ৪টি রামদা, ২টি হকিস্টিক, ১৬টি জিআই পাইপ, ৩টি চাপাতি, ও ৩টি ডেগার।
আটকরা হলেন- বরিশালের মেহেন্দীগঞ্জের মৃত আফতাব হোসেনের ছেলে মো. সোহরাব হোসেন জুয়েল (৪৮), কাউখালীর বিড়ালঝুড়ি গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের পুত্র মো. শওকত আলী (৪২) এবং সদর উপজেলার নামাজপুর গ্রামের সোহরাব আলী শেখের পুত্র মো. নুরুল ইসলাম (৩৫)।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হকের ভাষ্য, মঙ্গলবার দুপুরের দিকে টহল পুলিশের একটি দল শহরের পুরাতন বাস স্ট্যান্ডে কর্মরত অবস্থায় ছিল। এ সময় ইন্দুরকানী থেকে একটি লাল রংয়ের মাইক্রোবাস আসলে পুলিশ তাদের থামতে নির্দেশ দেয়। কিন্তু চালক মাইক্রোবাসটি না থামিয়ে দ্রুত বাইপাস সড়কের পাশে সাঈদী ফাউন্ডেশনের ভেতর ঢুকে পড়ে। পরে পুলিশ মাইক্রোবাস থেকে তিনজনকে আটক করে।
তিনি জানান, মাইক্রো তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, মাইক্রোবাসের চালকসহ বেশ কয়েকজন জামায়াত কর্মী পালিয়ে গেছে। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ