পিরোজপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাঝেরপুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ছোট মাছুয়া গ্রামের খলিল হাওলাদারের ছেলে।

বুধবার সন্ধ্যায়  তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএম/