জেলায় আজ করোনার ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের আর্থিক সহয়তা বিতরণ করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির আহম্মেদের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়মে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান ১৫০ জন উপকারভোগী প্রত্যেকের মাঝে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, এসিল্যান্ড ও নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ রাব্বানী ফিরোজ প্রমূখ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান