জেলায় মহামারী করোনায় মানবিক সাহায্য প্রদানের লক্ষে ১ কোটি ১৫ লক্ষ ৫৭ হাজার ৩৫৪ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গত জুনের ১৫ তারিখ থেকে এ পর্যন্ত ৩৩৩ নম্বরে ফোন করে সাহায্যের আবেদনকারীদের মানবিক সাহায্য দেয়া হয়েছে।
করোনাকালে কর্মহীন, হতদরিদ্র ওদুস্থদের এ সাহায্যের আওতায় আনা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পিরোজপুরের জেলা প্রশাসকের অনুকূলে প্রাপ্ত অর্থ থেকে পিরোজপুর সদর উপজেলায় ১৩ লক্ষ ৯০ হাজার এবং পরবর্তীতে অতিরিক্ত ২০ লক্ষ টাকা দেয়ায় মোট ৩৩ লক্ষ ৯০ হাজার, নাজিরপুরে ১০ লক্ষ, নেছারাবাদে ১০ লক্ষ, ভান্ডারিয়ায় ১০ লক্ষ, কাউখালীতে ৭ লক্ষ ২৫ হাজার, মঠবাড়িয়ায় ১৩ লক্ষ ২৫ হাজার এবং ইন্দুরকানীতে ৭ লক্ষ টাকা উপজেলা নির্বাহী অফিসারদের নিকট প্রেরণ করা হয়েছে। পিরোজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোজাহারুল হক জানান ৩৩৩ নম্বরে ফোন দিয়ে হতদরিদ্রদের সাহায্য প্রদান কার্যক্রম অব্যহত রয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান