বরিশালের পিরোজপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ব্যবস্থাপনা বিভাগের এক সহকারী অধ্যাপকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে পুলিশ ঘরের দরজা ভেঙে আবদুছ ছালামের (৫৮) লাশ উদ্ধার করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার বেলা ১২টার দিকে তারা আবদুছ ছালামের (৫৮) ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করেন।
ছালাম বরগুনা সদর উপজেলার কোরক এলাকার আইনউদ্দিন হাওলাদারের ছেলে । পিরোজপুরের বাসায় তিনি একা থাকতেন। তার স্ত্রী-সন্তান থাকেন বরগুনার বাড়িতে।
পুলিশ কর্মকর্তা আজাদ বলেন, ছালাম সকালে তার বাসা থেকে বের না হলে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। ভেতর থেকে সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে গলায় রশি দিয়ে ঝোলানো লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, পুলিশ ঘটনা তদন্ত করছে । লাশের ময়নাতদন্তসহ এ বিষয়ে সকল আইনগত ব্যবস্থাদি নেওয়া হচ্ছে।
আজকের বাজার/এসএম