জেলায় গত ৬ মাসে ১৪৯২ জন কৃষকের মাঝে ৪কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকার শস্য ঋণ বিতরণ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমন, বোরো, আউশ চাষীদের মাঝে জেলার ৭ উপজেলার সোনালী ব্যাংকের ১০টি শাখার মাধ্যমে এ ঋণ বিতরণ করা হয়।
এছাড়া তৈল বীজ ও মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাত্র ৪% সুদে ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। মরিচ, ডাল, হলুদ, সরিষা এবং আদা উৎপাদনকারী চাষীদের মাঝে এ ঋণ দেয়া হয়েছে। সোনালী ব্যাংক পিরোজপুর অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের এজিএম বিভাষ চন্দ্র হালদার জানান, এ অঞ্চলের ১০টি শাখার মাধ্যমে রবি শস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ঋণ বিতরণ করা হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত কৃষি ও শস্য ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ১৬ লাখ টাকা। এদিকে সোনালী ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বর পর্যন্ত ১১ কোটি ৯৯ লাখ টাকা বকেয়া কৃষি ও শস্য ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ৩০ জুন পর্যন্ত ৫ কোটি ৪৯ লাখ টাকা আদায় হয়েছে। নারী উদ্যোক্তাদের বিভিন্নভাবে সহায়তা করছে সোনালী ব্যাংক পিরোজপুর অঞ্চল। ইতোমধ্যেই ২০১৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র ৯% সুদে ৮ জন নারী উদ্যোক্তার মাঝে ২১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এসব নারী উদ্যোক্তা বিভিন্ন ধরনের ব্যবসা বিশেষ করে পল্ট্রি খামার, ডেইরী খামার, টেইলারিং হাউজসহ বিভিন্ন ধরনের ব্যবসায় এ অর্থ বিনিয়োগ করে নিজেরা সাবলম্বী হচ্ছে।