উপকূলীয় জেলা পিরোজপুরে ৩শত ২০ কোটি টাকা ব্যয়ে ৫০টি প্রাথমিক বিদ্যালয় কাম-ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
বিশ্বব্যাংকের অর্থায়ণে জেলার ৭ উপজেলার বিভিন্ন স্থানে ১০ হাজার ২২৫ বর্গফুটের আধুনিক সুযোগ সুবিধায় সু-সজ্জিত এসব আশ্রয়কেন্দ্রে প্রাকৃতিক দুূর্যোগ ঘূর্ণিঝড়ের সময় দেড় থেকে দুই হাজার নর-নারী-শিশু আশ্রয় নিতে পারবে। এসব প্রাথমিক বিদ্যালয় কাম-ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৪টি, নাজিরপুরে- ৪টি, স্বরূপকাঠীতে ৬টি, ভান্ডারিয়ায়- ৭টি, ইন্দুরকানীতে ৭টি, কাউখালীতে ৫টি এবং মঠবাড়িয়ায় ১৭টি নির্মিত হচ্ছে। ২০১৯-২০২০ অর্থ বছরে শুরু হওয়া এসব আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ ২০২২-২০২৩ অর্থ বছরে শেষ হবে বলে পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সত্তার হাওলাদার জানান। প্রতিটি আশ্রয়কেন্দ্রে অত্যাধুনিক সুযোগ সুবিধার মধ্যে আলোর জন্য সোলার সিস্টেম, সুপেয় খাবার পানি, রেইন ওয়াটার ধারণ করে রাখার সু-ব্যবস্থা, গর্ভবতী মায়েদের সন্তান প্রসবের জন্য আলাদা কক্ষ, ৮টি টয়লেট, প্রতিবন্ধীদের জন্য র্যাম, মালামাল রাখার জন্য ষ্টোর এবং নীচ তলায় গবাদি পশু রাখার সু-ব্যবস্থা করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এ প্রাথমিক বিদ্যালয় কাম-ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের কর্মকান্ড পরিচালিত হবে। আবহাওয়া অফিস থেকে বন্যা এবং সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসের সতর্কবার্তা বেতার, টেলিভিশন, রেডক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবীদের মাইকে এবং সংবাদপত্রে প্রচার ও প্রকাশ হতে থাকলেই এসব আশ্রয়কেন্দ্রে স্থানীয়রা এসে আশ্রয় নিতে পারবে। নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু জানান তার ইউনিয়নে ৬৮ নং গড়ঘাটা প্রাথমিক বিদ্যালয়টিতে প্রাথমিক বিদ্যালয় কাম-ঘর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত করে ভবন নির্মাণ হচ্ছে। এ ভবনে স্বাভাবিক সময়ে ক্লাস চলবে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষজন গবাদিপশুসহ আশ্রয় নিতে পারবে। ফলে একদিকে যেমন প্রাণহানির আশঙ্কা কমবে অন্যদিকে গবাদি পশুও ক্ষয়-ক্ষতির আশঙ্কা থেকে রক্ষা পাবে। ৩ তলা বিশিষ্ট প্রতিটি ভবনে ফ্লোর, সিঁড়িসহ সকল কাজ ডিজাইন অনুযায়ী এবং উন্নতমানের মালামাল দিয়ে সম্পন্ন করা হবে বলে এ ভবনগুলো নির্মাণ কাজের দায়িত্বে নিয়োজিত পিরোজপুরের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো: জিয়াউজ্জামান সুমন জানান। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান