জেলায় ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের জন্য সরকারের কৃষি মন্ত্রণালয় ৮০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছে। চলতি অর্থ বছরে ভূট্টা, শীতকালীন ও গ্রীষ্মকালীন মুগ ও বসতবাড়ি এবং আশেপাশে শাকসবজি উৎপাদনে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ সরবরাহ করার জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এ বরাদ্দ দেয়া হয়েছে।
পিরোজপুরে ৫ হাজার জন কৃষককে ৯ হাজার ২৮০ কেজি বীজ ,৭১ টন ডিএপি সার, ৫০ টন এমওপি সার এবং নগদ ২৫ লক্ষ টাকা প্রদান করা হবে। উপজেলা ওয়ারী বিভাজনে পিরোজপুর সদরে ৭৮০ জন, ইন্দুরকানীতে ৪৯০ জন, কাউখালীতে ৫১০ জন, নেছারাবাদে ৭৭০ জন, নাজিরপুরে ৮১০ জন, ভান্ডারিয়ায় ৭৭০ জন, মঠবাড়িয়ায় ৮৭০ জন কৃষক এ সহায়তা পাবে। পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় বাসকে জানান, বুলবুলে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতি পূষিয়ে নেওয়ার জন্য সরকারের কৃষি মন্ত্রণালয় কৃষকদের মাঝে এ সহায়তা প্রদান করছে।