জেলার ভান্ডারিয়ায় পোনা নদীর উপর সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৪৮ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে এ সেতুটির নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে বলে আশা প্রকাশ করছেন পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী।
পিরোজপুর সড়ক বিভাগের অধীন বরিশাল-ঝালকাঠী-রাজাপুর-ভান্ডারিয়া- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে পোনা নদীর উপর ১৬০ মিটার দৈর্ঘ্যরে এবং ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের এই পিসি গার্ডার সেতু নির্মাণ কাজ সমাপ্ত হলে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানবাহন চলাচলে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সড়ক ও জনপথ বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বাসসকে জানান, বিভাগীয় শহর বরিশাল থেকে জেলা শহর পিরোজপুর এবং উপকূলীয় উপজেলা মঠবাড়িয়ায় যাতায়াতের এ গুরুত্বপূর্ণ সড়কটিতে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হত। প্রায় তিন যুগ পূর্বে এ নদীর উপরে স্থাপিত বেইলি ব্রিজটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এই নতুন সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় বর্তমান সরকার। সে অনুযায়ী প্রকল্প গ্রহণ করে দরপত্র আহ্বান এবং কার্যাদেশ দেয়ায় গত ২০১৭-২০১৮ অর্থ বছরে এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান