পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে।
বুধবার সকালে উপজেলার উত্তর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান।
নিহত ফিরোজ নাসরিন (৫৫) ওই এলাকার হেমায়েত উদ্দিনের স্ত্রী।
এ ঘটনায় নাসরিনের মেয়ে তামান্না জেরিন রুমানাকে (২৮) আটক করেছে পুলিশ।
ওসি বরিশালটাইমসকে জানান, নাসরিন নামের ওই নারীকে বাসায় তার মেয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
“পরে সেখান থেকে রুমানাকে আটক করে এবং লাশটি উদ্ধার করা হয়।”
নিহতের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখমের চিহ্ন দেখা গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ