৭৫ বছর বয়সী মাকে ঘরে তালাবদ্ধ করে রেখে পাশের বাড়িতে টিভি দেখতে গিয়েছেলেন মেয়ে সুফিয়া। তখন রাত সাড়ে ৮টা। হঠাৎ তালাবদ্ধ ঘরে আগুন লাগে। এলাকবাসী সে আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করে। পরে রাত ১০টায় আগুন নিভানো সম্ভব হলেও ততক্ষণে সব শেষ। খবর পেয়ে পাশের বাড়ি থেকে মেয়ে এসে দেখে বাড়ির সঙ্গে আগুনে পুড়ে অঙ্গার হয়েছে বৃদ্ধা মাও।
সোমবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের দক্ষিণ সোহাগদল গ্রামে।
স্থানীয় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃদ্ধা মা ফাতেমার বাড়ি দৈহারী ইউনিয়নের চিলতলা গ্রামে। থাকতেন ৭ নং ওয়ার্ডের দক্ষিণ সোহাগদল গ্রামে মেয়ে সুফিয়ার বাড়িতে। সুফিয়ার স্বামী আ. সাত্তার চাকরির কারণে অন্যত্র থাকেন। মাকে ঘরে তালাবদ্ধ করে পাশের বাড়িতে টিভি দেখতে যান মেয়ে সুফিয়া। রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে আগুন লাগে। প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে আসেন মেয়ে সুফিয়া। তখন আগুনে পুড়ে বৃদ্ধা মারা যান।
স্বরুপকাঠী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সুফিয়ার মা ফাতেমা কানে শোনেন না। বয়সের ভারে হাঁটা-চলাও করতে পারতেন না।
আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮