পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের ইকড়িতে আজ সকাল ৭টার দিকে পিক-আপ এর চাপায় ৪ মাসের অন্ত ঃসত্ত্বা ঝুমাইয়া আক্তার (২২) ও ৯ বছরের শিশু হাওয়া ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আরও ৩ জন গুরুতর আহত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ইকড়ি গ্রামের হোসেন সাহেবের স্ত্রী ঝুমাইয়া আক্তার,ও ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের মেহেদী হাসান এর কন্যা হাওয়া, একই গ্রামের সোহাগ সাহেবের পুত্র হোসেন সাহেব (২৫), ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ইকড়ি গ্রামের সোহরাব আলী হাওলাদারের কন্যা মায়া আক্তার (৩২) ও মিস্টি আক্তার (৩৫) ইকড়ি গ্রামের হাওলাদার বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল ৭টার দিকে মঠবাড়িয়ার দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি পিকআপ তাদেরকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। স্থানীয়রা হতাহতদের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ঝুমাইয়া আক্তার ও হাওয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবির হোসেন উল্লেখিত দুজন নিহত হবার কথা নিশ্চিত করে বলেছেন ঘাতক পিকআপ ব-মেট্টো-ন-১১০৮০৪ টিকে হেলপারসহ আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। (বাসস)