পিরোজপুর পৌর এলাকার ভোটাররা এ প্রথম ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে ১২৯টি ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। পৌর এলাকার ৪৫ হাজার ১শত ৮৫ জন ভোটার ২৬টি কেন্দ্রের ১২৯টি বুথ-এ ভোট প্রদান করবে। ১২৯টি ইভিএম এর পাশাপাশি ৬৫টি ইভিএম অতিরিক্ত রাখা হবে। কোন কারণে কোন ইভিএম এ সমস্যা দেখা দিলে সেটির পরিবর্তন করে অতিরিক্ত রাখা অন্য একটি ইভিএম স্থাপন করা হবে।
পিরোজপুর জেলা নির্বাচন অফিসার খান আবি শাহনুর রহমান জানান ,২৬ টি কেন্দ্রে ২৬ জন প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ১২৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৫৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পিরোজপুরের পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান জানান ,শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে।